Thursday, 2 July 2009

National Translation of CRPD in Bengali

1 comment:

  1. এই প্রকাশনা নিয়ে বিতর্ক উঠেছে! কে করল এই কাজ? এডিডি, নাকি এনএফওডব্লুডি! হা ঈশ্বর! এমনি করে ইতিহাস বিকৃত হয়। ক্ষমতাবানেরা নোংরা নির্লজ্ঝ লড়াই করে আর সত্য চাপা পড়ে যায়। কাজটি যখন শুরু করি, আমি সে সময়ে একশনএইডে কাজ করতাম। ৯টা-৫টায় নয়, প্রতি শুক্র-শনিবার বসতাম। আমি আর ফয়সাল সারা সপ্তাহজুড়ে কথা বলতাম, বিতর্ক করতাম, একজন আরেকজনকে উৎসাহ দিতাম। আর সপ্তাহ শেষে বাড়িঘর, প্রিয়তম পরিজন সকলকে বঞ্চিত করে পালাতাম এই কাজটি শেষ করতে। একশনএইড একজন পরামর্শক রাখবার টাকা দিয়েছিল। সামান্য টাকা। ও দিয়ে সম্মনী হয় না। গোবিন্দ বর সেই টাকা আমাদের নাস্তা খাইয়েই শেষ করে দিয়েছে। ও মজা পাওয়াতে কাজটা দারুন গতিতে এগোলো। আর কেউ নেই।
    কাজটা শেষ হল। এডিডি-র মোশারফ ভাই কে বললাম এক সভায়, আমাদের কাজের কথা। তিনি বললেন তাদের কাজের কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক কেউ কাজটি ভয়ানক অযত্নে করেছেন। সিদ্ধান্ত হল : আমাদের লেখাটিই একযোগে এক নামে ছাপা হবে। তাই হল। যত ছাড়, দিলাম আমি। উদ্দেশ্য? একসাথে কাজ করার একটা পরিবেশ তৈরি হয় যাতে। হায় দুরাশা!!!!

    ReplyDelete

Thank you for your comments!